Rafael Nadal : ১৪তম ফরাসি ওপেন জিতে ইতিহাস নাদালের, ২২তম গ্র্যান্ডস্লাম

Continues below advertisement

সুপার সানডে মেগা ডুয়েলে বাজিমাত নাদালের। ১৪তম ফরাসি ওপেন জিতে ইতিহাস নাদালের। ক্লে কোর্টের গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন স্প্যানিশ কিংবদন্তী
৬-৩, ৬-৩, ৬-০ ফলে উড়িয়ে ২২তম গ্র্যান্ডস্লাম জয় নাদালের। ৩৬-এও চ্যাম্পিয়ন, অবিশ্বাস্য, ট্যুইট সচিনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram