T-20: টি-২০-র আগে ইডেনের সামনে কালোবাজারি!, তিন-চার গুণ বেশি দামে টিকিট ব্ল্য়াক | Bangla News

Continues below advertisement

অনলাইনে টিকিট শেষ। বিক্রি হচ্ছে না অফলাইনে। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শুরুর আগেই টিকিট ব্ল্যাক। ইডেনের সামনে টিকিট বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে । যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির।

২ বছর পর, রবিবার ইডেনে ফিরছে ক্রিকেট। টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচ নিয়ে এতটাই আগ্রহ ক্রিকেটপ্রেমীদের, যে সোমবার অনলাইনে ২০ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। আলাদা করে অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না। করোনা আবহে সত্তর শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের দ্বৈরথ দেখার প্রত্যাশায় টিকিটের খোঁজে ইডেনের সামনে ভিড় জমাচ্ছেন অনেকেই। আর এরই সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে টিকিট ব্ল্যাকাররা। ইডেনের ক্লাব হাউসের ঢোকার পাশে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল কালোবাজারির ছবি। নিজেকে সিএবির সদস্য বলে দাবি করে, এক ব্যক্তি ইডেনের সামনে রীতিমতো টিকিটের দাম নিয়ে দরাদরি শুরু করলেন। কেউ সাড়ে ছশোর টিকিট চাইছেন হাজার টাকা। কারও রেট আরও বেশি। মেগা ম্যাচের আগে ইডেন চত্বরে পুলিশ ছয়লাপ। কখনও যাচ্ছেন পুলিশ কমিশনার। কখনও প্রস্তুতি দেখতে ইডেনে হাজির BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই ইডেন চত্বের সক্রিয় ব্ল্যাকাররা। কেউ আবার, নজরদাড়ি এড়াতে ইডেন থেকে একটু দূরে ডেকে দরাদরি করলেন। ইডেনের নাকের ডগায় টিকিটের কালোবাজারি চললেও, এই নিয়ে কার্যত অন্ধকারে পুলিশ। ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক নিয়ে সিএবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram