T20 World Cup 2024: জয়ের আনন্দে রাস্তায় নেমে বাঁধভাঙা উৎসব দর্শকদের। ABP Ananda Live
Continues below advertisement
টি২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের আনন্দে রাস্তায় নেমে বাঁধভাঙা উৎসব দর্শকদের। কলকাতায় নানা কোণায় মধ্যরাতে একই ছবি।
প্রোটিয়া ইনিংসে প্রথমেই হেনড্রিক্সকে তুলে নেন বুমরাহ। অর্শদীপের শিকার মার্করাম। পাল্টা লড়াই দেন ডি কক ও স্টাবস্। ৩১ রানে স্টাবস্ কে তুলে নেন অক্সর। ভয়ঙ্কর হয়ে ওঠা ডি কক কেও ৩৯ রানের মাথায় ফেরালেন অর্শদীপ। কিন্তু তারপরই ক্লাসেন ও মিলারের রুদ্রমূর্তি। গুরুত্বপূর্ণ মুহূর্তে হার্দিকের শিকার মিলার। কিন্তু শেষবেলায় বুমরাহর অনবদ্য স্পেল থামিয়ে দিল প্রোটিয়া ঝড়। নিজের শেষ ওভারে তুলে নেন জ্যানসেন কে। টানটান থ্রিলার। বারবার ঘুরেছে ম্যাচের পাল্লা। শেষ ওভারে সূর্যর অলৌকিক ক্যাচে ফিরলেন কিলার মিলার। বাজিমাত রোহিতদের। মোতেরা থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। ব্রিজটাউনে ইতিহাস লিখলেন রোহিত, বিরাট, বুমরাহ, হার্দিকরা।
Continues below advertisement
Tags :
T20 World Cup Rahul Dravid Rohit Sharma India Vs South Africa Virat Kohli T20 World Cup LIVE IND Vs SA Rohit Sharma: T20 World Cup 2024 IND Vs SA T20 Final