T20 World Cup 2024: জয়ের পরে হার্দিকের মুখে বিরাট-রোহিতের নাম! কী বললেন তিনি?
'আমি খুব খুশি। রোহিত (Rohit Sharma) আর বিরাটের (Virart Kohli) জন্য খুব খুশি। ওদের এটা পাওনা ছিল।', বললেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
১৭ বছর পরে শাপমুক্তি, ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত। ১৩ বছর পরে ফের যে কোনও ফর্মাটে বিশ্বকাপ জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে T-২০ বিশ্বকাপ জয়ী রোহিত ব্রিগেড। টসে জিতে ব্যাটিং, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী ভারত। বিরাটের দুর্দান্ত ৭৬, অক্ষর ৪৭, শিবম দুবের ২৭ রান। টানটান ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে টিম রোহিত শর্মা। ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত হার্দিক পাণ্ড্য। হার্দিকের ঝুলিতে ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনের উইকেট। যশপ্রীত বুমরাহর ১৮ রানে ২ উইকেট, দুর্দান্ত জয় ভারতের ।
বিদায়ী ম্যাচে কোচ হিসেবে জয়ী রাহুল দ্রাবিড়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে T-২০ জয় ভারতের। গতবছর অস্ট্রেলিয়া, তার আগের পর ইংল্যান্ডের কাছে হারের পরে জয়। 'ভারতের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেললাম', বললেন বিরাট কোহলি। জয়ের পরেই টি-২০ থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর।