T20 World Cup 2024: বিশ্বজয় ভারতের! শুভেচ্ছা সচিন, রাহুলের। ABP Ananda Live
ফেন্সিংয়ের বাইরে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল। কুড়িতম ওভারে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) শেষ বলটা করার পরই বাঁধভাঙা উল্লাস বার্বাডোজে। কে বলবে এটা ওয়েস্ট ইন্ডিজের মাঠ? দেখে মনে হতেই পারে ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেন্স। চারিদিকে আতজবাজি শুরু। মাঠে লুটিয়ে পড়ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জয়সওয়াল, স্যামসনরা। বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের চোখে জল। মাঠের বাইরেই কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মহম্মদ সিরাজ। স্টেডিয়াম জুড়ে দেশের তেরঙ্গা। আর লুপে বাজছেন লেহরা দো....লেহরা দো...ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসনে। ১১ বছর পর আইসিসি ট্রফি। ১৩ বছর পর বিশ্বজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে রোহিত শর্মার নেতৃত্বে খেতাব ঘরে তুলল ভারত। ২০০৭ সালের পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্বজয় ভারতের। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই সারিতে নিজের নাম লেখালেন রোহিত শর্মা।
সারা দেশে মধ্যরাতে উৎসবে মাতলেন দর্শকরা। ভারতীয় দলকে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের। শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গাঁধীও।