Arjuna Award: দুটাে হাতই নেই, মনের জোরকে সম্বল করে তিরন্দাজিতে সাফল্য, অর্জুন সম্মানে সম্মানিত শীতল দেবী । ABP Ananda Live

Continues below advertisement

বিরল রোগ ‘ফোকোমেলিয়া’য় আক্রান্ত সে। ফলে জন্মের পর থেকে বেড়ে ওঠেনি হাত। কিন্তু তাতেও দমে যায়নি জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের লোইধার গ্রামের শীতল দেবী। নেই দুটো হাত। অথচ যে খেলাটিতে সে পারদর্শী, তার জন্য হাতের প্রয়োজন রয়েছে ভীষণভাবে। তবে হাত নেই তো কি হয়েছে। পা তো রয়েছে। আর দুটো পা দিয়েই মনের জোরকে সঙ্গী করে প্যারা তিরন্দাজিতে ইতিহাস গড়ে চলেছে শীতল দেবী। মাত্র ১৬ বছর বয়স। এবার অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল শীতলকে। ২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেয়। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিল। পদক জিতে সবার নজরে চলে আসে। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram