Tokyo Olympics: টোকিও অলিম্পিক্সে করোনা-কাঁটা, এবার করোনা আক্রান্ত ২ অ্য়াথলিট

Continues below advertisement

টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) শুরুর মুখে করোনার থাবা। গেমস ভিলেজে আরও ২ সংক্রমিতের হদিশ। করোনা আক্রান্ত গেমস ভিলেজের ২ অ্যাথলিট। 

অন্য়দিকে, করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) মোকাবিলায় সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রাতভর কলকাতায় কোথায় কেমন ছবি সেই ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। 

রাত ১টাতেও পার্ক সার্কাস জমজমাট। বিনা মাস্কে বাইক নিয়ে ঘুরতে দেখা গেল অনেককেই। চায়ের দোকানে চলল দেদার আড্ডা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram