IPL 2023 : বিতর্ক, বারবার বিবাদ, কোহলি-গম্ভীরের অম্লমধুর সম্পর্কই ফের সংবাদ শিরোনামে
Continues below advertisement
গতকাল আরসিবি (RCB) বনাম লখনউ (LSG) ম্যাচে যাঁরা নজর রেখেছিলেন তাঁরা প্রত্যেকে ইতিমধ্যেই সাক্ষী থেকেছেন এই দৃশ্যের। ম্যাচের পর নিয়ম, ২ দলের ক্রিকেটাররা সৌজন্যমূলক করমর্দন করবেন। মাঠের লড়াই মাঠেই ফেলে ভ্রাতৃত্বের বার্তা দেবেন। কিন্তু একানা স্পোর্টস সিটি সোমবার ম্যাচর পর যেন আরও গরমাগরম হয়ে গেল। হাত মেলাতে গিয়ে রীতিমতো বাদানুবাদে জড়ালেন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Continues below advertisement