Year Ender 2021: ফিরে দেখা ২০২১: মেসি-রোনাল্ডোর দলবদল, আগুয়েরোর বিদায়, ঝলকে আন্তর্জাতিক ক্লাব ফুটবল
করোনা আবহে ২০২০-র মতোই ২০২১-এও বেশিরভাগ ম্যাচই হল দর্শকশূন্য স্টেডিয়ামে। তা সত্বেও বিদায়ী বছরটা ক্লাব ফুটবলের ক্ষেত্রে ঘটনাবহুল ও চমকপ্রদ হয়েই থেকে গেল। বছরের সবচেয়ে বড় চমক বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব বদল। আবার বছরের শেষে বার্সেলোনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর পেশাদার ফুটবলকে বিদায় জানানো ফুটবলপ্রেমীদের কাছে হৃদয়বিদারক খবর। এক ঝলকে দেখে নেওয়া যাক বিদায়ী বছরে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের উল্লেখযোগ্য নানা ঘটনা।
মেসির দলবদল
২০২১-এ ক্লাব ফুটবলে সবচেয়ে বড় খবর ছিল লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে পিসএসজি-তে যোগ দেওয়া। বার্সার সঙ্গে একই নিঃশ্বাসে যাঁর নাম উচ্চারিত হত, সেই বাঁ পায়ের জাদুকর যে সত্যিই কোনওদিন ক্লাব ছাড়বেন, সেটা বার্সা সমর্থকরা ভাবতেও পারেননি। কিন্তু শেষপর্যন্ত সেটাই হল। নিজে চোখের জল ফেলে এবং বাকিদেরও কাঁদিয়ে অগাস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমালেন মেসি।
বার্সেলোনার খারাপ সময়
মেসি ক্লাব ছাড়ার পর বার্সেলোনা যেন জিততেই ভুলে গেছে।১৮ বছরে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্যায়ে পৌঁছতে পারল না মেসির প্রাক্তন দল। গ্রুপে তৃতীয় হওয়ার পর এবার ইউরোপা লিগের প্লে-অফের ম্যাচ খেলবে বার্সা।
বার্সেলোনার নতুন কোচ জাভি
মেসির প্রাক্তন সতীর্থ জাভি এখন বার্সেলোনার কোচ। সমর্থকদের আশা, মেসি ও ইনিয়েস্তার সঙ্গে মিলে দলকে বহু সাফল্য এনে দেওয়া এই প্রাক্তন মিডফিল্ডার ফেরবার্সাকে পুরনো জায়গায় নিয়ে যাবেন।
রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তন
এক দশকেরও বেশি সময় ধরে মেসির সঙ্গে যাঁর প্রতিদ্বন্দ্বিতা চলে, কে সেরা, সেই তর্ক আজও চলছে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও মেসির মতোই ক্লাব বদল করলেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্তাসে গিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না। ১৩৪ ম্যাচে ১০১ গোল এবং দু’বার সিরি এ খেতাব জিতলেও, শেষ মরসুমটা ভাল যায়নি। শেষপর্যন্ত নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনাল্ডো। সেখানে ফের ছন্দে দেখা যাচ্ছে তাঁকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি। এটা ‘ব্লুজ’-দের দ্বিতীয় খেতাব। অল ইংলিশ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের তকমা আদায় করে নিল চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। রানার্স হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তিন নম্বরে থাকল লিভারপুল। চারে চেলসি।
স্প্যানিশ লা লিগা
স্প্যানিশ লা লিগা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। এটা তাদের ১১-তম লা লিগা খেতাব। ২০১৩-১৪ মরসুমের পর ফের লা লিগা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। রানার্স হল রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকল বার্সেলোনা।
ইতালির সিরি এ
ইতালির সিরি এ চ্যাম্পিয়ন হল ইন্টার মিলান। রানার্স হল এসি মিলান। জুভেন্তাস থাকল চার নম্বরে। নাপোলি পাঁচে, লাজিও ছয়ে এবং এএস রোমা থাকল সাত নম্বরে।
বুন্দেশলিগা বায়ার্নের
বুন্দেশলিগা জিতল বায়ার্ন মিউনিখ, রানার্স আর বি লিপজিগ। তিন নম্বরে থাকল বরুশিয়া ডর্টমুন্ড।
সার্জিও আগুয়েরোর বিদায়
বছরের শেষটা হল খারাপ খবর দিয়ে। স্বাস্থ্যের কারণে পেশাদার ফুটবল ছাড়তে বাধ্য হলেন সার্জিও আগুয়েরো। তাঁর হার্টে সমস্যা রয়েছে। সেই কারণে চিকিৎসকের পরামর্শ মেনে ফুটবলকে বিদায় জানালেন এই তারকা।