Tripura Murder: ত্রিপুরায় ভয়াবহ খুন, অভিযুক্ত নাবালক! কী বলছেন মনোরোগ বিশেষজ্ঞ? Bangla News

Continues below advertisement

'অনেকগুলো ব্যাপার জানা দরকার। অনেকের অপরাধ প্রবণতা থাকে। ছোটদের মধ্যে যে সাইকোপ্যাথি থাকে না, ব্যাপারটা এমন নয়। ক্রাইম করার মানসিকতা থাকে। যখন আমরা এরকম কারও বন্ধুবান্ধব, শিক্ষক, বন্ধুর সঙ্গে কথা বলতে পারি, তখন বিষয়টা ভাল করে বোঝা যায়। খুব ঠান্ডা মাথায় এমন করা হয়েছে, বাচ্চাটির মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট দরকার।' ত্রিপুরার ভয়াবহ খুনের ঘটনা নিয়ে মত মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর।
ত্রিপুরায় পরিবারের ৩ সদস্য সহ ৪ জনকে কুপিয়ে খুনের অভিযোগ নাবালকের বিরুদ্ধে। ত্রিপুরার ধলাইয়ে হাড়হিম করা ঘটনা। মা, দাদু, বোন ছাড়াও এক প্রতিবেশী মহিলাকে খুনের অভিযোগ। অভিযোগ, খুনের পর বাড়ির পাশে একটি গর্তে ৩ জনকে মাটি চাপা দেয় নাবালক। খবর জানাজানি হতেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশ এসে বাড়ির মধ্যে থেকে একজনের দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। গতকাল গভীর রাতে অভিযুক্তকে নাবালককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি, মোবাইল গেমে আসক্ত ছিল ওই নাবালক। এই নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বচসা লেগেই থাকত। গতকাল খুনের সময় তারস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে দেয় নাবালক, দাবি স্থানীয়দের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram