শীত-গ্রীষ্ম-বর্ষা সব মরসুমেই সহজেই মেলে পাতিলেবু ভিটামিন, মিনারেলে ঠাসা খালিপেটে অল্প লেবুর রস খেলেই মিলবে একাধিক উপকার খালিপেটে হলে আরও ভাল অল্প গরম জল হলে কেল্লা-ফতে বডি ফ্যাট বার্ন করে পেটের সমস্যা মেটায় ত্বকের জেল্লা বাড়ায় অ্যান্টি অক্সিডেন্ট ঠাসা ইমিউনিটি বাড়ায় লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি রক্তাপ্লতা দূর করে রয়েছে পটাসিয়াম কমায় স্ট্রেস ভিটামিন বি রয়েছে কিডনির কার্যক্ষমতা বজায় রাখে রয়েছে সাইট্রিক অ্যাসিড