বরুণ ধবন - লন্ডনের 'নটিংহম ট্রেন্ট ইউনিভার্সিটি' থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে তাঁর। রীতেশ দেশমুখ - 'কমলা রহেজা বিদ্যানিধি ইনস্টিটিউট অফ আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ' থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক পাশ করেছেন। সোনম কপূর - 'ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন' থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন তিনি। রিচা চাড্ডা - 'স্টিফেনস কলেজ' থেকে স্নাতক পাশ করেছেন। সেই সঙ্গে 'সোফিয়া কলেজ' থেকে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় স্নাতকোত্তর ডিপ্লোমাও করেছেন। রণদীপ হুডা - এই অভিনেতার 'বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট'-এ ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রি রয়েছে। জন আব্রাহাম - 'জয় হিন্দ কলেজ' থেকে জন আব্রাহাম অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন। প্রীতি জিন্টা - অভিনেত্রীর একটি ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে ক্রিমিনাল সাইকোলজিতে, রয়েছে স্নাতোকত্তর ডিগ্রিও। এছাড়া ইংরেজিতেও তাঁর অনার্স ডিগ্রি রয়েছে। রণবীর সিংহ - ব্লুমিংটনের 'ইন্ডিয়ানা ইউনিভার্সিটি' থেকে কলাবিভাগে স্নাতক পাশ করেছেন তিনি। পরিণীতি চোপড়া - তিন তিনটি অনার্স ডিগ্রি রয়েছে নায়িকার। বিজনেস, ফিনান্স ও অর্থনীতিতে ইংল্যান্ডের 'ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল' থেকে স্নাতক হয়েছেন তিনি। সারা আলি খান - ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার আগে নিউ ইয়র্কের 'কলাম্বিয়া ইউনিভার্সিটি' থেকে স্নাতক পাশ করেছেন সারা আলি খান।