সদ্য দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রুতি দাস আর তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই চর্চায় এসেছে শ্রুতির সাজ। সাদা ঢাকাই আর রুপোর গয়নায় সেজেছিলেন শ্রুতি। যেখানে বিয়ে বলতে সোনার গয়না ছাড়া ভাবতেই পারেন না সিংহভাগ মানুষ, সেখানে শ্রুতি একটুও শোনা পরেননি। গলায় ও কানে মাছ ডিজাইনের হার পরেছিলেন শ্রুতি, মাথায় ছিল রুপোর ভারি টিকলি ও হেডসেট। ছক ভেঙে শ্রুতির এই বিয়ের সাজ মনে ধরেছে অনুরাগীদের, বেনারসির বদলে সাদা ঢাকাই বেছে নেওয়ার সিদ্ধান্তও ছিল আকর্ষণীয়। তবে পরিবার ও নিয়মের কথা ভেবেই শ্রুতি নিজের সাজে লালের ছোঁয়া রেখেছিলেন। শাড়ি ও ভেলে ছিল সরু লাল পাড় যদি বিয়ের সাজে পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছা থাকে, তাহলে আপনিও বেছে নিতে পারেন ডিজাইন করা রূপোর গয়না। এই কেকের ছবি শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় প্রথম বিয়ের খবর শেয়ার করে নিয়েছিলেন শ্রুতি।