লাল গোলাপে মোড়া নতুন জীবনের সূচনা, বিয়ে করলেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। টলিপাড়ায় আরও এক প্রেম পরিণতি পাওয়ার গল্প। বিয়ের যাবতীয় খবর গোপনই রেখেছিলেন 'রাঙা বউ' ও পরিচালক। এদিন সামাজিক এবং আইনি বিয়েই সেরেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাঁদের লুকের ছবি অফ হোয়াইট শাড়ি আর পাঞ্চাবিতে রঙমিলান্তি, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার শ্রুতি সাজে ছিল বেশ অন্যরকমের ছোঁয়া। মাথায় টিকলি ও টায়রার সঙ্গে হালকা সোনার গয়না বেছেছিলেন তিনি স্বর্ণেন্দু পরেছিলেন সাবেক পাঞ্জাবি। এদিন আইনি ও সামাজিক দুই বিয়েই সারেন টলিপাড়ার এই জুটি। গোলাপের মালায় মালাবদল হয়। স্বর্ণেন্দু সিঁদুরে রাঙান শ্রুতির মাথা। সিঁদুরে লাল শ্রুতি যেন বাস্তবেরই 'রাঙা বউ'। পরিবার বা খুব সীমিত বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, কার্যত লোকচক্ষুর আড়ালে বিয়ে সারেন শ্রুতি ও স্বর্ণেন্দু। ফেসবুকের Got Married স্টেটাসে আপডেট দিয়েছেন টলিপাড়ার এই জুটি। নিজের নামের শেষে স্বর্ণেন্দুর পদবি সমাদ্দারও জুড়ে নিয়েছেন শ্রুতি অন্যদিকে স্বর্ণেন্দুও শ্রুতির সঙ্গে বিবাহের খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।