অনেকেই জানেন না যে জেনেলিয়ার নাম আসলে তাঁর মা জেনেট ও বাবা নীলের নামের মিশ্রণ। জেনেলিয়া নামের মানে 'বিরল' বা 'অনন্য'।

খেলাধুলোর প্রতি বিশেষ ভালবাসা আছে জেনেলিয়া ডি'সুজার। ছাত্রাবস্থায় রাজ্য স্তরের অ্যাথলিট ছিলেন তিনি এবং জাতীয় স্তরের ফুটবল খেলোয়াড় ছিলেন।

তাঁকে প্রথম এক বিয়েবাড়ি থেকে দেখে পছন্দ করে বিগ বির সঙ্গে বিজ্ঞাপনের অফার দেওয়া হয়। তাঁর তখন মাত্র ১৫ বছর বয়স।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে বদ্ধ জায়গায় ওয়ার্ক আউট করতে একেবারে ভালবাসেন না তিনি।

সমাজকর্মে খুবই সক্রিয়ভাবে জড়িত অভিনেত্রী। তবে সেই সমস্ত তথ্য বিশেষ প্রকাশ্যে আনতে চান না তিনি। শিশু শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে।

জেনেলিয়া প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ২০০৬ সালে তেলুগু ছবি 'বোম্মারিল্লু'র জন্য।

২০০৩ সালে বলিউডে 'তুঝে মেরি কসম' ছবির হাত ধরে ডেবিউ করেন। রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করেন।

প্রথম হিন্দি ছবির সেটে যখন রীতেশের সঙ্গে আলাপ তখন জেনেলিয়া মাত্র ২১ বছরের। পর্দার রোম্যান্স স্থান পায় ব্যক্তিগত জীবনেও। সম্পর্ক পরিণতি পায় প্রেমে।

প্রায় বছর দশেক সম্পর্কে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন জেনেলিয়া ও রীতেশ। তাঁদের দুই ছেলে রয়েছে।

প্রসঙ্গত, শুধু অভিনয় মডেলিংই নয়, জেনেলিয়া ডি'সুজা একজন সফল প্রযোজকও বটে।