চলতে চলতে - শাহরুখ-রানি জুটির প্রেমের ছবি। প্রেম-বিয়ে-সম্পর্ক-আর্থিক টানাপোড়েন সবকিছু নিয়েই কথা বলে এই ছবি।
যুবা - মণি রত্নমের এই ছবিতে দেখা গিয়েছিল তিন জুটিকে। হাওড়া ব্রিজে ঘটা এক ঘটনা কীভাবে একাধিক দম্পতির জীবন বদলে দেয়।
লাগা চুনরি মে দাগ - সিনেমাটি খুব একটা সাফল্য লাভ করতে না পারলেও প্রশংসিত হয়েছিল রানির অভিনয়।
বান্টি অউর বাবলি - রানি ও অভিষেক বচ্চনের জুটি, যাঁরা জোট বেঁধে ঠগবাজি করত। পরে তাঁরা প্রেমে পড়েন, বিয়ে সারেন।
নো ওয়ান কিলড জেসিকা - সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি।
কুছ কুছ হোতা হ্যায় - তুলনামূলক ছোট চরিত্রে দেখা যায় রানিকে। তবে বলিউডে কেরিয়ারের শুরুতেই শাহরুখ-কাজল জুটির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় বেশ প্রশংসিত হয়।
হাম তুম - এমন এক প্রেম কাহিনি এই ছবি শোনায় আমাদের যেমনটা আমরা বিশ্বাস করতে চাই। এবং অবশ্যই সেই সঙ্গে উপরি পাওনা ছিল কার্টুন চরিত্র, হাম ও তুম।
সাথিয়া - বিবেক ওবেরয়ের বিপরীতে রোম্যান্টিক এই ছবিতে নায়িকা ছিলেন রানি। ভালবেসে, পালিয়ে গিয়ে বিয়ে, তারপর সেই থেকে সমস্যার সৃষ্টি। ছবিতে মন জয় করে এই জুটি।
ব্ল্যাক - এই ছবিতে মূক, বধির ও দৃষ্টিহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন রানি। সঙ্গে অমিতাভ বচ্চন। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি।
মরদানি - মহিলা পুলিশ অফিসারের চরিত্রে এই ছবিতে নজর কাড়েন রানি। মহিলাদের অধিকারের জন্য লড়াই করতে দেখা যায় তাঁকে।