এনটিওয়ান স্টুডিওতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন উপস্থিত প্রসেনজিৎ-ইশা-দিতিপ্রিয়া সহ বাংলার একাধিক অভিনেতারা। Eastern India Cinetel Welfare Trust দ্বারা সম্প্রতি আয়োজিত হয়েছিল চক্ষু পরীক্ষা শিবিরের। টালিগঞ্জ এলাকার এনটিওয়ান স্টুডিওয় আয়োজিত হয়েছিল এই শিবিরের। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন এই কর্মসূচীর বেশ কিছু ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ছিলেন অভিনেত্রী ইশা সাহা ও দিতিপ্রিয়া রায়ও। পাশাপাশি অনেকদিন পর দেখা মিলল অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায়েরও। প্রসঙ্গত এই চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্য়েই পরিষেবা দেওয়া হয়। চক্ষু পরীক্ষার পাশাপাশি এখানে ছানি পরীক্ষাও করা হয়েছিল।