মহেশ ভট্ট কন্যা। বলিউডে নিন্দুকেরা বলেন, নেপোটিজমের জন্যই নাকি কাজে সুযোগ পেয়েছেন তিনি সহজ ছিল না আলিয়া ভট্টের বলিউডে নিজের জায়গা করে নেওয়ার সফরটা। সাফল্যের আড়ালে হয়তো ঢাকা পড়ে গিয়েছে তাঁর ব্যর্থতার গল্প। আলিয়া যেমন ছবি থেকে বাদ পড়েছেন, তেমনই তাঁকে সমস্যায় পড়তে হয়েছে বেশি ওজন নিয়েও। আলিয়া প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেছিলেন বাবা মহেশ ভট্টের প্রযোজনায়। ছবির নাম ছিল সংঘর্ষ সালটি ছিল ১৯৯৯। প্রীতি জিন্টার ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এরপরে সঞ্জয় লীলা ভনসালির 'ব্ল্যাক' -এ শিশুশিল্পীর চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন আলিয়া কিন্তু সেখানে সুযোগ পাননি আলিয়া। বাতিল হয়ে যান সেই চরিত্র থেকে। কিন্তু লুক সেট হয়েও শ্যুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি আলিয়া-রণবীর কপূরের 'বালিকা বধূ' কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর হাত ধরেই পেশাদারভাবে অভিনয় জগতে আসেন আলিয়া।