নেল পলিশ লাগানোর আগে হাত সাবান দিয়ে দুয়ে নিন।
তেল যেন না থাকে।


নেল বেড ভেজা অবস্থায়
নেল পলিশ পরবেন না


কোনও রঙ তোলার পর
ময়শ্চরাইজার লাগাবেন


একটা রং তুলে আরেকটি রং লাগানোর মাঝে সময়ের ফারাক যেন থাকে।



নেল পলিশ পাতলা করে কোট পরুন।
প্রথমেই মোটা করে কোট দেবেন না।


একবার নেল পলিশ লাগানোর পর শুকিয়ে নিন।
তারপর পরের কোট দিন।


নেল পলিশ লাগানোর আগে নেল প্রাইমার ব্যবহার করুন।



নেল পলিশ লাগানোর পর শুকিয়ে গেলে গ্লস ব্যবহার করতে পারেন।



নেল পলিশ কিছুটা উঠে গেলে, তার উপর দিয়ে আবার লাগাবেন না।



নেল পলিশ সম্পূর্ণ তুলে তারপর আবার অ্যাপ্লাই করুন।



নেল পলিশ পুরো শুকোবার আগে কোথাও হাত লাগাবেন না।