তরমুজের গুণ হার্ট ভাল রাখে।



তরমুজ হিট ওয়েভে শরীর ঠান্ডা রাখে।



তরমুজ শরীরে জলের চাহিদা মেটায় ।



তরমুজ পেট ও ভরায়, ওজন নিয়ন্ত্রণে রাখে।



ডায়াবেটিসে আক্রান্তরা নিশ্চিন্তে খেতে পারেন তরমুজ।



রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফল ।



বহুক্ষণ উপবাসের পর তরমুজের রস তৃপ্তি এনে দেয়।



হজম ক্ষমতা বাড়াতেও কাজে লাগে তরমুজ



কিডনিঘটিত নানা অসুখে আক্রান্তরা তরমুজ খেতে পারেন।



তরমুজের বীজ শুকিয়ে সেঁকে খাওয়া যেতে পারে।