তরমুজের গুণ হার্ট ভাল রাখে।
তরমুজ হিট ওয়েভে শরীর ঠান্ডা রাখে।
তরমুজ শরীরে জলের চাহিদা মেটায় ।
তরমুজ পেট ও ভরায়, ওজন নিয়ন্ত্রণে রাখে।
ডায়াবেটিসে আক্রান্তরা নিশ্চিন্তে খেতে পারেন তরমুজ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফল ।
বহুক্ষণ উপবাসের পর তরমুজের রস তৃপ্তি এনে দেয়।
হজম ক্ষমতা বাড়াতেও কাজে লাগে তরমুজ
কিডনিঘটিত নানা অসুখে আক্রান্তরা তরমুজ খেতে পারেন।
তরমুজের বীজ শুকিয়ে সেঁকে খাওয়া যেতে পারে।
সমস্ত দেখুন
ওয়ার্ল্ড থিকিং ডে!
তুলসী দিয়ে ভাগ্যে বদল?
রাশি বলে দেবে কে ভাল সঙ্গী?
ঘুমের সমস্যার ঘরোয়া সমাধান