আগামীকাল, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিকিং ডে। বিশ্বজুড়ে উদযাপিত হয় এই বিশেষ দিন। কিন্তু কেন? সহজ করে বললে অল্পবয়সি মেয়েদের অধিকার নিয়ে কথা আলোচনা ও প্রচার বাড়াতেই এই দিন। অবশ্য় 'ওয়ার্ল্ড থিকিং ডে'-র নেপথ্যে সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। ১৯২৬-এ চতুর্থ গার্ল স্কাউট কনফারেন্সে ঠিক হয়, মহিলা গাইডদের নিয়ে প্রচারের জন্য একটি দিন বেছে নিতে হবে। ১৯৯৯ সালে, ডাবলিনে, ৩০তম বিশ্ব কনফারেন্সে ওই দিনটিরই নামকরণ হয় ওয়ার্ল্ড থিকিং ডে। দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল ২২ ফেব্রুয়ারিকে। আসলে ২২ ফেব্রুয়ারি বয় স্কাউট মুভমেন্টের প্রাণপুরুষ লর্ড ব্যাডেন-পাওয়েল এবং তাঁর স্ত্রীর জন্মদিন। তার পর থেকে গোটা বিশ্বে ২২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিকিং ডে হিসেবে পরিচিত ও উদযাপিত হয়। উদযাপনের থিম বদলে যেতে গেলেও সাধারণত নারী অধিকার ও লিঙ্গসাম্যের কথাই তুলে ধরা হয় দিনটিতে।