পাঞ্জাব কিংসের হয়ে খেলা তামিলনাড়ুর শাহরুখ খানের দিকে নজর থাকবে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলা আশুতোষ শর্মা ইউপি টি-টোয়েন্টি লিগে ৫৯ বলে ১২২ রানের ইনিংস খেলেছিলেন সমীর রিজভি রয়েছেন নজরে থাকবেন রাজস্থান, সানরাইজার্সের জার্সিতে আইপিএলে খেলা কার্তিক ত্য়াগী জি অজিতেশ রয়েছেন সাম্প্রতিক সময়ের ধারাবাহিক উইকেট কিপার ব্য়াটার মুস্তাকে ১৫ উইকেট নিয়েছেন দেবব্রত প্রধান, তাঁর দিকেও নজর থাকবে সাত্ত্বিক চিকারার দিকেও লক্ষ্য থাকবে নিলামের টেবিলে মুস্তাকে মোহিত অবস্তি মোট ৮ উইকেট নিয়েছেন, নিলামে তাঁর দিকেও নজর থাকবে সৌরাষ্ট্রের ২৪ বছর বয়সি তরুণ প্লেয়ার হার্ভিক দেশাই রয়েছেন তালিকায় মুস্তাকে বল হাতে ১৮ উইকেট নিয়েছেন অতীত শেঠ