দুজনে দুই ক্রীড়াক্ষেত্রে বিশ্বের পয়লা নম্বর প্যারা তিরন্দাজিতে বিশ্বের এক নম্বর শীতল দেবী বাবর আজমকে সরিয়ে এখন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার শুভমন রবিবার শুভমন দেখা করলেন শীতলের সঙ্গে শীতলের বয়স মাত্র ১৬ বছর ছোটবেলায় বিরল রোগে আক্রান্ত হয়ে দুই হাত হারান তবে স্বপ্ন দেখা থামেনি শীতলের, পা দিয়েই শুরু করেন তির ছোড়া এক ক্যালেন্ডার বর্ষে ১৫৮৪ রান করে হইচই ফেলে দিয়েছেন শুভমন রবিবার এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসের অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন শুভমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রোটিয়া ভূমের উদ্দেশে রওনা হবেন শুভমন