২০২২ নিলামেও কোনও দল নেয়নি স্টিভ স্মিথকে কুড়ির ফর্ম্যাটে খারাপ পারফরম্যান্স চিন্তার কারণ দাসুন শনাকার ২০১৮ আইপিএলে ১৪ উইকেট নিয়েছিলেন, এছাড়া টুর্নামেন্টে মুজিব উর রহমন ফ্লপ গত মরসুমেই আইপিএল অভিষেক, জো রুট এবার দল নাও পেতে পারেন আইপিএল জিতেছিলেন কেকেআরের জার্সিতে, তবে সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ মণীশ পাণ্ডের ২০১৭ সালের পর থেকে আইপিএলে খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ গত মরসুমে আরসিবির জার্সিতে মাত্র ১৪৪ রান করেছিলেন দীনেশ কার্তিক, তিনিও অনিশ্চিত বিদেশি কোটায় রাসি ভ্য়ান ডার ডুসেনকে দলে নেওয়া চাপের যে কোনও ফ্র্যাঞ্চাইজির গত আইপিএলে ৮ ম্যাচ খেলে ১ উইকেট, উমেশের দল পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ বেস প্রাইস রেখেছেন ২ কোটি, দল পাওয়া তাই চাপের কেদার যাদবের