আড়ে বহরে এমনিতেই সকলকে পিছনে ফেলেছে
সৌরজগতে আরও ‘হেভিওয়েট’ হয়ে উঠল বৃহস্পতি
হদিশ মিলল বৃহস্পতির আরও ১২টি উপগ্রহের
বৃহস্পতির ৮০টি উপগ্রহ রয়েছে বলে এতদিন জানা ছিল
নয়া আবিষ্কারে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হল ৯২
এত দিন উপগ্রহের সংখ্যার নিরিখে এগিয়ে ছিল শনি
এ বার শনিকে সিংহাসনচ্যূত করল বৃহস্পতি
আয়তন ১ থেকে ৩.২ কিলোমিটারের মধ্যে
নয়া আবিষ্কারে এমন উপগ্রহেরও সন্ধান মিলেছে
চলতি বছরে বৃহস্পতির উপগ্রহে অভিযান হবে