হোয়াটসঅ্যাপের চ্যাট বা গ্রুপেও 'পিন' করা যাবে মেসেজ। ইউজারদের সুবিধায় এই নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। উল্লিখিত ফিচারেই সামান্য আপডেট যুক্ত হতে চলেছে। হোয়াটসঅ্যাপ অ্যাপের পরবর্তী আপডেটে এই ফিচার যুক্ত হবে বলে শোনা গিয়েছে। যদিও এখনও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চের সঠিক দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। 'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। আপাতত নতুন এই ফিচার নিয়ে কাজকর্ম এবং পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।