ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে সেল। স্মার্টফোনে রয়েছে দুরন্ত ছাড়। এই সেলের নাম প্রাইম ফোন পার্টি সেল। অ্যামাজনের এই সেলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে দামের উপর ৪০ শতাংশ ছাড় পাবেন। স্যামসাং, শাওমি, আইকিউওও, রিয়েলমি, টেকনো, ওপ্পো ও আরও সংস্থার ফোনে রয়েছে ছাড়। অ্যামাজনের প্রাইম ফোন পার্টি থেকে শুধুমাত্র কিনতে পারবেন প্রাইম মেম্বাররা। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অ্যামাজনের প্রাইম ফোন পার্টি সেল। শাওমির এমআই ১২ প্রো ফোন প্রাইম পার্টি সেলে কেনা যাবে ৪৭,৪৯৯ টাকায়। শাওমির আরও ফোনের দামে রয়েছে ছাড়। স্যামসাং সংস্থা 'এম' সিরিজের ফোন গ্যালাক্সি এম৩৩, গ্যালাক্সির এম১৩, গ্যালাক্সি এম০৪-এর দাম যথাক্রমে ১৫,৩৪২, ৯৯২৭ এবং ৮৪৯৯ টাকা। আইকিউওও ১১ ৫জি ফোন অ্যামাজনের এই সেলে কেনা যাবে ৫৪,৯৯৯ টাকায়। এই সংস্থার অন্যান্য ফোনেও রয়েছে ছাড়। রিয়েলমি নারজো ৫০ প্রো এবং নারজো ৫০আই প্রাইমের দাম যথাক্রমে ১৮০৪৯ এবং ৭১৯৯ টাকায়। টেকনো এবং ওপ্পো সংস্থার একাধিক ফোনেও রয়েছে দুর্দান্ত ছাড়। তালিকায় রয়েছে ৫জি ফোনও।