জয়দীপ কর্মকারের অ্যাকাডেমিতে হয়ে গেল শ্যুটিং টুর্নামেন্ট
ষষ্ঠ ইন্ট্রা জেকেএসএ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ফাইনাল হল রবিবার
রবিবারই পদক বিতরণ অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল
সোনার পদক জিতেছেন মোট ১১ জন শ্যুটার
প্রবীর সরকার, অস্মিত চট্টোপাধ্যায়, তনয়কান্তি দে, বিবেক ঘোষ, লেনিন চক্রবর্তী, চিত্রাংশু মান্না, অভীক বিশ্বাসের সোনা
মহিলা শ্যুটারদের মধ্যে পদক জিতেছেন স্যারিন কর, খোয়াইশ শর্মা, ঐশিকা সরকার ও জয়িতা মুখোপাধ্যায়
চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়েছেন খোয়াইশ শর্মা
২০১৫ সালে নিউটাউনে শ্যুটিং অ্যাকাডেমি তৈরি করেন জয়দীপ কর্মকার
বাংলার উঠতি শ্যুটারদের সেখানে তালিম দেন জয়দীপ
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনে চতুর্থ হয়েছিলেন জয়দীপ