দেশের প্রিমিয়াম গাড়ি বাজারে কেবল নতুন সিগনেচার আউটলেটের মাধ্যমে হুন্ডাই টুসো (Hyundai Tucson) বিক্রি করছে কোম্পানি।
২০-৩০ লক্ষ টাকার প্রিমিয়াম SUV স্পেসের জন্য এই গাড়ি এনেছে হুন্ডাই।
আগের Tucson-এর তুলনায় নতুন Hyundai ডিজাইনের ভাষা খুবই আক্রমণাত্মক। গাড়ির সামনের দিকে বিশাল গ্রিল যার মধ্যে ডিআরএল দিয়েছে কোম্পানি।
সবথেকে বড় বিষয়ে এবার এতে পাবেন ADAS লেভেল ২ ফিচার। যা সাধারণ বৈশিষ্ট্যের বাইরে গিয়ে প্রচুর বৈশিষ্ট্য সহ Tucson কে আলাদা করে তোলে।
আপনার স্টিয়ারিংয়ে হাত রাখার প্রয়োজন পড়বে না। স্টিয়ারিং নিজেই সামনের গাড়ির অবস্থান অনুযায়ী নিজেকে ঠিক করে নেবে।
তা সত্ত্বেও স্টিয়ারিংয়ে হাত রাখার পরমার্শ দিই আমরা। এই সিস্টেমটি স্পষ্টভাবে চিহ্নিত রাস্তাগুলিতে ত্রুটিহীনভাবে কাজ করে।