ওয়ালনাট বা আখরোট সুপার ফুড

এতে আছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করে

রাস্তায় হঠাৎ প্রচণ্ড খিদে

বার্গার-পেস্ট্রি না খেয়ে চিবিয়ে ফেলুন ৪ টুকরো আখরোট

এর উপকার ম্যাজিকের মতো

অনেকক্ষণ পর্যন্ত ক্লান্তি দূরে রাখে। শক্তি যোগায়। খিদে প্রশমন করে।

৫ টুকরো ওয়ালনাট থাকুক আপনার স্ন্যাক্সে

আখরোট বা ওয়ালনাট ওজন কমাতে সাহায্য করে বলে মনে করেন পুষ্টিবিদরা

আখরোট ও আমন্ডের কম্বিনেশন ত্বকের পক্ষে ভাল

এতে কার্বোহাইড্রেটের লেশমাত্র নেই, অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ

আখরোট স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর

তাই এটা ভাল স্ন্যাকিং অপশন। মিটিং চলাকালীনও টুক করে খেয়ে পেট ভরাতে পারেন।

অল্প কিছু আখরোট খেলে

পেট অনেকক্ষণ ভরা থাকে। তাই বারবার খাওয়ার প্রবণতা কমে।

পেটের মেদ ঝরাতে

বিশেষ উপকারী এই ড্রাই ফ্রুট। সামান্য খেয়েই পেট ভর্তি। পুষ্টিলাভও একসঙ্গে।

আখরোট খেলে

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা যায়। ব্রেনকে দেয় আরও কাজ করার এনার্জি।

ভিজিয়ে রাখা আখরোটে কি বেশি পুষ্টি ?

না, তেমনটা একেবারেই নয়। হজম করতে সুবিধে হয় আখরোট ভিজিয়ে রেখে খেলে।