মেয়ের ব্য়াপারে বরাবরই রক্ষণশীল তিনি, খোলাখুলি জানিয়েছেন অজয় দেবগণ কিন্তু তার কন্যা নাইসাই খবরে, তার সম্ভাব্য প্রেমিককে নিয়ে চলছে জল্পনা ১৯ বছরের নাইসা নাকি গোপনে প্রেম করছেন ২৪ বছরের বেদান্ত মহাজনের সঙ্গে! বিদেশে নাকি একসঙ্গে ছুটিও কাটাচ্ছেন তাঁরা! বেদান্তের ইনস্টাগ্রামে রয়েছে ছবি, ছবি রয়েছে বন্ধুদের অ্যাকাউন্টেও পেশায় ব্যবসায়ী বেদান্ত, লন্ডন নিবাসী, ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা মায়ানগরীতে যথেষ্ট পরিচিতি তাঁর, বিদেশেও জনপ্রিয় হয়েছেন অল্প সময়ে বিদেশে ছুটি কাটানো থেকে শুরু করে, পার্টি অনুষ্ঠানে যাওয়া বার বার একসঙ্গে দেখা যাচ্ছে দু'জনকে, অজয়-কাজল যদিও স্পিকটি নট মেয়ের প্রেমিককে তাড়াবেন, একসময় বলেছিলেন অজয়