ভারতে হুন্ডাই টুসো কোনও নতুন নাম নয়। এই প্রিমিয়াম এসইউভি ৬ বছর আগে ভারতে এসেছিল।
এবার নতুন করে বিশেষ বৈশিষ্ট্য নয়া প্রযুক্তি নিয়ে এসেছে এই গাড়ি।
আমরা 186bhp ও 416Nm টর্ক সহ 2.0l ইউনিট সহ শক্তিশালী ডিজেল বেছে নিয়েছি রিভিউয়ের জন্য।
গাড়িতে কম গতিতে, গিয়ারবক্স যথেষ্ট প্রতিক্রিয়াশীল। ভাল টর্ক অফার করে গাড়ি। Tucson চালালেই একটি বিলাসবহুল SUV-র অনুভূতি দেবে।
এখানে পরীক্ষিত টপ-এন্ড Tucson এর দাম 34.3 লক্ষ টাকা রাখা হয়েছে। এটি আগেরটির তুলনায় বেশি দামি।
এই গাড়িতে প্যাডেল শিফটারের অভাব, 7-সিটার বিকল্প নেই। তবে এর চেহারা, গুণমান, স্পেস, বৈশিষ্ট্য, কর্মক্ষমতা আমাদের পছন্দ হয়েছে।