ভারতে হুন্ডাই টুসো কোনও নতুন নাম নয়। এই প্রিমিয়াম এসইউভি ৬ বছর আগে ভারতে এসেছিল।

এবার নতুন করে বিশেষ বৈশিষ্ট্য নয়া প্রযুক্তি নিয়ে এসেছে এই গাড়ি।

নতুন প্রজন্মের Tucson ভারতে ডিজেল ও পেট্রল ইঞ্জিনের অপশনে পাওয়া যায়। তবে মূল্যের সঙ্গে গাড়ি কতটা যুক্তিযুক্ত তা দেখে নিন এখানে।

নতুন টুসো আক্রমনাত্মক নকশার সঙ্গে তার আকারে একটি নিজস্বতা রয়েছে।

AWD এর সঙ্গে ডিজেল Tucson চালিয়েছি আমরা। এর একটি 2.0l পেট্রল সংস্করণও রয়েছে।

আমরা 186bhp ও 416Nm টর্ক সহ 2.0l ইউনিট সহ শক্তিশালী ডিজেল বেছে নিয়েছি রিভিউয়ের জন্য।

গাড়িতে কম গতিতে, গিয়ারবক্স যথেষ্ট প্রতিক্রিয়াশীল। ভাল টর্ক অফার করে গাড়ি। Tucson চালালেই একটি বিলাসবহুল SUV-র অনুভূতি দেবে।

আকারে বড় হওয়া সত্ত্বেও এর হ্যান্ডলিং একটি 'রেডি টু মুভ' কারের সঙ্গে টক্কর দিতে পারে। যা আপনি অন্যান্য প্রথাগত বড় SUVগুলিতে পাবেন না।

এখানে পরীক্ষিত টপ-এন্ড Tucson এর দাম 34.3 লক্ষ টাকা রাখা হয়েছে। এটি আগেরটির তুলনায় বেশি দামি।

এই গাড়িতে প্যাডেল শিফটারের অভাব, 7-সিটার বিকল্প নেই। তবে এর চেহারা, গুণমান, স্পেস, বৈশিষ্ট্য, কর্মক্ষমতা আমাদের পছন্দ হয়েছে।