২০০৬ সাল থেকে শুরু হয় টেলিভিশনের সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো 'বিগ বস'।



ব্রিটেনের জনপ্রিয় 'বিগ ব্রাদার'-এর আদলে তৈরি এই শো।



'খতরোঁ কে খিলাড়ি' কালার্স টিভির একটি জনপ্রিয় রিয়্যালিটি শো।



মার্কিনি শো 'ফিয়ার ফ্যাক্টর' থেকে অনুপ্রাণিত এই অনুষ্ঠান।



ভারতের প্রথম সারির গানের রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল'।



ব্রিটিশ রিয়েলিটি শো 'পপ আইডল' দ্বারা অনুপ্রাণিত এই অনুষ্ঠান।



ভারতের অপর এক ভীষণ জনপ্রিয় ক্যুইজ শো বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি'।



জনপ্রিয় বিদেশি অনুষ্ঠান 'হু ওয়ান্টস টু বি এ মিলিওনেয়ার?'-এর লাইসেন্সপ্রাপ্ত ভারতীয় সংস্করণ এটি।



'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' খুব জনপ্রিয় অনুষ্ঠান, যেখানে স্টার্ট আপ সংস্থাকে প্রাধান্য দেওয়া হয়।



এই রিয়েলিটি শোটি আমেরিকান শো 'শার্ক ট্যাঙ্ক'-এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।