শেষ হতে চলল 'বিগ বস ১৭'। গ্র্যান্ড ফিনালের দিন এগিয়ে আসছে। কোথায়, কবে, কখন দেখতে পাওয়া যাবে সলমন খান সঞ্চালিত এই অনুষ্ঠানের শেষ পর্ব?



'বিগ বস ১৭'-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি, রবিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।



অর্থাৎ ২৯ জানুয়ারি রাত ১২টায় জানা যাবে সলমন খান সঞ্চালিত অনুষ্ঠানের ১৭তম সিজনের বিজয়ীর নাম।



ফিনালে পর্ব জিও সিনেমা অ্যাপে লাইভ স্ট্রিম করা হবে এবং কালার্স টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হবে।



যে ৫ প্রতিযোগী ফাইনাল প্রতিযোগিতায় লড়ছেন তাঁরা হলেন অভিষেক কুমার, মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া, অঙ্কিতা লোখাণ্ডে ও অরুণ মহাশেট্টি।



২১জন প্রতিযোগীকে নিয়ে এই রিয়েলিটি শো শুরু হয়েছিল যাঁদের মধ্যে ছিলেন ইশা মালব্য, ঐশ্বর্যা শর্মা, রিঙ্কু ধবন, নীল ভট্ট, ভিকি জৈন প্রমুখ।



সামর্থ জুরেল ও আয়েশা খান অনুষ্ঠানে 'ওয়াইল্ড কার্ড' নিয়ে প্রবেশ করেন।



ফিনালে পর্বে প্রতিযোগীদের পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাবে। এই সিজন একাধিক কারণে শিরোনামে থেকেছে।



অনুরাগীরা আপাতত তাঁদের প্রিয় প্রতিযোগীর পক্ষে ভোট করতে ব্যস্ত। রবিবার, ২৮ জানুয়ারি, দুপুর ১২টা পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে।



কে হবেন এবারের 'বিগ বস'? কার মাথায় উঠবে সেরার শিরোপা? সেই উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই।