এবিপি আনন্দ খাইবার পাস পা দিল ১০ বছরে। রয়েছে প্রচুর বাঙালি পদ, যেগুলো বাড়িতে রান্নার ঝক্কি এড়াতে চান অনেকেই।



এই বছর অন্যান্য খাবারের পাশাপাশি, কী কী রকমারি বাঙালি পদ থাকছে, একবার দেখে নেওয়া যাক।



যেহেতু শীতকাল, তাই মিষ্টি থেকে শুরু করে দই, ছানার পায়েস.. সবেতেই থাকছে নলেন গুড়ের ছোঁয়া।



থাকছে ফিশফ্রাই থেকে শুরু করে বিভিন্ন স্টার্টার ডিশ যা মন কাড়বে সহজেই



বাঙালি পদে মটন থাকবে না তাও কি হয়! খাইবার পাসে রয়েছে মটনের বিভিন্ন মেনু



ফিস কবিরাজী পছন্দ? এক্কেবারে কড়ায় ভেজে সোজা তুলে দেওয়া হবে আপনার প্লেটে, রয়েছে সেই ব্যবস্থাও।



ফিউশন রান্নায় অন্যতম সেরা এই ভেটকি মাছের পাটিসাপটা। মুখে দিলেই মিলিয়ে যায়, স্বাদেও অনন্য।



কেবল একটি বা দুটি পদ নয়, চাইলে খেতে পারেন বিভিন্ন বাঙালি স্বাদে ভরা বাঙালি থালিও



মিষ্টিমুখে হাজির ফিরনি, ভরপেট বাঙালি খাওয়ার শেষে চেখে দেখতেই পারেন



মেনুতে থাকছে হারানো বাসন্তি পোলাও, পাঁঠার মাংস সহযোগে জমে যাবে স্বাদ।



বিভিন্ন ধরণের আমিষ পদের পাশাপাশি রয়েছে জিভে জল আনা নিরামিষ সব পদ।



কলাপাতায় মোড়া পাতুরি, চেখে দেখতে পারেন আপনার প্রিয় যে কোনও মাছের পদ



বাঙালি খাবার হলেও, বিরিয়ানি তো সর্বজনীন পছন্দ। খাইবার পাসে থাকছে বিভিন্ন স্বাদের বিরিয়ানিও