ত্বক পরিচর্চার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ত্বক ভাল রাখতে নানা পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। যার মধ্যে রয়েছে ফেস সিরাম। বলা হয়ে থাকে মুখে ব্যবহার করার ক্রিমের থেকেও ফেস সিরাম অনেক বেশি কার্যকরি। ফেস সিরাম তৈরিতে ব্যবহার করা হয়, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটমিন সি, রেটিনল, গ্রিন টি, বেরি। ত্বকের জন্য কেন উপকারী ফেস সিরাম? ত্বক সতেজ করতে সাহায্য করে সিরাম। ত্বককে নরম রাখতে সাহায্য করে। সিরাম হালকা হওয়ায় ব্যবহার করাও সহজ। সংবেদনশীল ত্বক, তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। একইসঙ্গে ব্রণ নির্মূল করতেও সহায়ক। ত্বকের রন্ধ্র ছোট করতে সাহায্য করে। তাতে ব্ল্যাকহেডস দূর হয়। রেটিনল থাকায় সিরাম ত্বকে বয়সের ছাপ দূরে রাখতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের ক্ষতি হতে দেয় না সিরাম।