চুলকে সতেজ ও সজীব রাখে তেল। চুলে তেল মাখলে পুষ্টি মেলে। কিন্তু অনেকরই চুলে তেল মাখতে ভাল লাগে না। বা অল্প তেলেই স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে তেলের বদলে অন্য কোনও উপাদান রাখা যেতে পারে। অ্যাভোকাডো ব্যবহার করা যেতে পারে তেলের বদলে। এতে রয়েছে দুধরনের ফ্যাটি অ্যাসিড। যা চুল এবং স্ক্যাল্পের জন্য উপকারী। অ্যাভোকাডো পেস্ট মাখা যেতে পারে তেলের পরিবর্তে। দইতে রয়েছে প্রোটিন এবং ক্যালসিয়াম। যা চুলে অনায়াসেই ব্যবহার করা যায়। ডিম এবং মধুর সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করা যেতে পারে দই। চুলে পুষ্টি জোগাতে অনেকেই ডিম ব্যবহার করে থাকেন। নানা ধরনের হেয়ার মাস্কও তৈরি করা যায়। তবে তেলের পরিবর্তেও ডিম ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করলে সতেজ থাকে চুল। কলায় রয়েছে কার্বোহাইড্রেট, ভিটামিন, পটাশিয়াম। চুলের রুক্ষতা দূর করতে ব্যবহার করা যায় এই ফল। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মধুতে। যা তেলের পরিবর্তে ব্যবহার করা যায়। দইয়ের সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করে মাখা যায়। একাধিক কারণের জন্য অনেকেই চুলে তেল ব্যবহার করতে পারেন না। তাই সংশ্লিষ্ট উপাদান অনায়াসেই চুলের জন্য ব্যবহার করা যায়।