এবি ডিভিলিয়ার্স আরসিবি ও দিল্লির জার্সিতে আইপিএলে খেলেছেন

আইপিএলের অন্যতম কিংবদন্তি ব্য়াটার, কিন্তু কোনও মরসুমে অধিনায়ক ছিলেন না

ক্রিস গেল তিনটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আইপিএলে খেলেছেন

ইউনিভার্সাল বসও কোনও ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বভার সামলাননি

লাসিথ মালিঙ্গা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন

২০০৯ সাল থেকে খেলেও অধিনায়ক হননি কোনওবারই মালিঙ্গা

যুজবেন্দ্র চাহাল আরসিবি ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন

মোট ১৮৭ উইকেট নিয়েছেন চাহাল, তবে কোনও বার অধিনায়ক হননি

অমিত মিশ্রা আইপিএলের শুরু থেকে খেলছেন, একজন অভিজ্ঞ লেগস্পিনার

হরিয়ানার এই ক্রিকেটারও তিনটি ফ্র্যাঞ্চাইজিতেও খেললেও কোনও মরসুমে অধিনায়কত্ব করেননি