Image Source: pixabay.com

ছোট থেকে বড়, সকলেই কম-বেশি খেতে পছন্দ করে, এর নাম এক-এক জায়গায় এক-একরকম

Image Source: pixabay.com

বাংলায় যেমন এঁচোড় বলা হয়, তেমনই অনেক জায়গায় একে গাছ পাঁঠা নামেও ডাকা হয়

Image Source: pixabay.com

জেনে নেওয়া যাক এঁচোড় আমাদের শরীরের কোন কোন উপকার (Raw Jackfruit Health Benefits) করে

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাংসর পরিবর্ত হিসেবে বহু বাড়িতে এঁচোড় খাওয়া হয়। এর প্রধান কারণ হয়, এর উপকারিতা

Image Source: pixabay.com

যাঁদের মধুমেহ রয়েছে, তাঁদের জন্য দারুণ উপকারী এঁচোড়, রক্তে শর্করার মাত্রা বজায় রেখে মধুমেহকে নিয়ন্ত্রণে রাখে

Image Source: pixabay.com

হৃদরোগ প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে

Image Source: pixabay.com

নিয়মিত খাবারের তালিকায় এঁচোড় রাখলে কোলন ক্যানসারের ঝুঁকি অনেক কম হয়

Image Source: pixabay.com

এঁচোড় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, এতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি বহু রোগ দূরে রাখতে সাহায্য করে

Image Source: pixabay.com

হৃদপিণ্ডকে সুস্থ থাকতে এঁচোড়ের জুড়ি মেলা ভার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস হৃদরোগের ঝুঁকি কমায়