বুস্টার ডোজ শুরু হয়েছে আগেই, কিন্তু কেউ নিচ্ছিল না। অনীহা দেখা যাচ্ছিল।

৬০-এর উপরে সরকারি ভাবে দেওয়া হচ্ছিল। কিন্তু তার নীচে, বেসরকারি ক্ষেত্র থেকে টাকা দিয়ে নিতে হচ্ছিল।

এদিকে প্রবলভাবে কোভিড বাড়তে শুরু করেছে জুন মাসের শেষ দিক থেকে।

বৃহস্পতিবার-শুক্রবার দুদিনই ২০ হাজারের গন্ডি পেরিয়েছে।

সম্প্রতি আইআইটির একটি গবেষক দল দাবি করেছিল জুন থেকে ভারতে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হবে।

দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহে ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণের গ্রাফ।

এই অবস্থায়, সারা দেশে শুরু করে দেওয়া হয়েছে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া।

আজ, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে এই কাজ। শুরু হয়েছে কলকাতাতেও।

যত বেশি সংখ্যত সাবালত বুস্টারের আওতায় আসবেন, কোভিডকে কাবু করতে তত বেশি সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ঠিক একই কারণেই পুরোদমে চলছে নাবালকদের টিকাকরণও।