Image Source: PIXABAY

বেড়াতে যাচ্ছেন? কিন্তু বাচ্চা ছোট। কী ভাবে তাকে নিয়ে ঘুরবেন? হাজারটা চিন্তা।

বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখলেই বাচ্চাদের নিয়ে বেড়াতে কোনও সমস্যা হয় না।

প্রথমত, সঙ্গে অবশ্যই একটা 'ক্যারিয়ার' রাখুন। চড়াই-উতরাই যতই হোক, এতে বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন।

দ্বিতীয়ত, বিমানে ওঠার আগে 'ডায়পার' বদলে নেবেন মনে করে।

এতে বিমান সফরের সময় অন্তত কিছুটা কম 'ডায়পার' বদলাতে হবে।

দিনে না রাতে? আপনার বাচ্চা কখন ঘুমোয়? সেই অনুযায়ী সফরের পরিকল্পনা করুন।

সাধারণত বাচ্চা যখন ঘুমোয়, তার কাছাকাছি সময় বেছে নিয়ে বিমান বা ট্রেনের টিকিট কাটুন। সাইটসিইং-ও করুন সেই ভাবে।

প্রয়োজনমতো বাচ্চার খাবার, ওষুধ, ডায়পার, সঙ্গে নিয়ে তবেই বেরোন।

কোনও কারণে ট্রেন বা বিমানে দেরি হলে খুদে যাতে কষ্ট না পায়, সেটা খেয়াল রাখুন।

উইন্ডো নয়, বিমানে সফর করলে 'আইল সিট' নিন। কারণ সঙ্গে বাচ্চা থাকলে আপনাকে বার বার বেরোতে হতে পারে। সেক্ষেত্রে সহযাত্রীদের বিরক্ত না করাই বাঞ্ছনীয়।