দেশে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গ্রীষ্মের এই দাবদাহ থেকে বাঁচতে এসির (AC Tips) দ্বারস্থ হচ্ছে দেশবাসী।
ভারতে এয়ার কন্ডিশনার এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বড় বিষয় হল, বিদ্যুতের বিল গরমে নিয়ন্ত্রণে রাখতে এসি চালুর আগে সিজনে একবার অন্তত সার্ভিস করান।
আপনি এসি বেশি ব্যবহার করলে ৩ মাস অন্তর একবার সার্ভিস করানো উচিত। এই সার্ভিসের সময় এসির কয়েলগুলি পরিষ্কার করা হয়।
ভোল্টেজের কানেকশন ও কুল্যান্টের স্তর পরীক্ষা করেন মেকানিক। যাতে অত্যধিক গরমেও স্বাভাবিক কাজ করে আপনার এসি।
কখনও কখনও এসি ও জানালার ফ্রেমের মধ্যে কিছু জায়গা থেকে যায়, যা এয়ার কন্ডিশনারের ঠান্ডা করার ক্ষমতাকে কম করে।
এসিতে কাট-অফ টাইমার বজায় রাখুন। সেই ক্ষেত্রে ঘর সেট করা তাপমাত্রায় এলেই এসি বন্ধ হয়ে যাবে।