কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। ফের মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে মোদি সরকার।

এআইসিপিআই (AICPI Index) সূচক টানা দু-মাস পতনের পর মার্চ মাসে ফের একবার বেড়েছে।এই কারণেই ডিএ বাড়ানোর কথা উঠেছে সরকারি মহলে।

শোনা যাচ্ছে, এবার মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ। এপ্রিল, মে ও জুনের হিসেব প্রকাশের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

সপ্তম বেতন কমিশনের নিয়মে কেন্দ্রীয় কর্মচারীদের দু'বার মহার্ঘ ভাতা দেওয়া হয়। জানুয়ারি ও জুলাই মাসে দেওয়া হয় এই টাকা।

মনে করা হচ্ছে, জুলাই মাসে মহার্ঘ ভাতা দেওয়া হলে এই ভাতা ৩ শতাংশ বাড়তে পারে।

মূলত,অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সে মুদ্রাস্ফীতির ফলেই জুলাইতে এই ডিএ বাড়াতে পারে সরকার।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কিছুটা পতন হয়েছে এই ইনডেক্সে। জানুয়ারিতে ডেটা 125.1-এ নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে 125-এ নেমেছে।

এখন মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 126। মুদ্রাস্ফীতির এই বৃদ্ধির কারণেই মনে করা হচ্ছে আগামী মাসগুলিতে ডিএ বাড়তে পারে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 34 শতাংশ। নতুন করে আরও ৩ শতাংশ বাড়লে তা ৩৭ শতাংশ হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে 50 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও 65 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।