বয়স যতই হোক না কেন, ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখা সম্ভব। মাত্র কয়েকটা ঘরোয়া টোটকায় ত্বককে রাখুন দাগ থেকে মুক্ত। ত্বকে বলিরেখা পড়া আটকান। একাধিক নিয়মে ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখুন এবং দাগ পড়ার সময়টাকে পিছিয়ে দিন। ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সেই সমস্ত দ্রব্যাদিই ব্যবহার করুন যা আপনার ত্বক সহ্য করতে পারে। এতে ওই দ্রব্যের সমস্ত গুণ ত্বকে কাজ করবে। চেষ্টা করুন কেমিক্যাল দ্রব্য এড়িয়ে যেতে। প্রাকৃতিক উপাদানে ভরা দ্রব্য আপনার ত্বককে সুস্থ, নরম ও পুষ্ট করে। নিয়মিত ফেস-ওয়াশ দিয়ে মুখ ধোওয়া হয় নিশ্চয়ই। কিন্তু সঠিক ফেস ওয়াশ বেছে নেওয়া প্রয়োজন। যাতে ত্বক শুকনো না হয়ে যায়। প্রাকৃতিক টোনার ব্যবহার করতে পারেন। যেমন ধরুন গোলাপ জল ত্বকের বাড়তি তেল শুষে নিতে সাহায্য করে। সপ্তাহে একবার বা দুবার ডেড স্কিন সেল সরিয়ে ফেলা যায়। এক্সফলিয়েটিং প্রক্রিয়ায় নতুন সতেজ স্কিন দেখা যায়। চোখের চারিদিক ভাল কোনও আই-ক্রিম দিয়ে নিয়মিত ম্যাসাজ করা প্রয়োজন। তাতে রিঙ্কল বা বলিরেখা পড়ার সম্ভাবনা কমে। খাবারে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে আনতে হবে। ধূমপানের অভ্য়াস থাকলে তাও ত্যাগ করতে হবে। ত্বকে বলিরেখা আনার এগুলো অন্যতম কারণ। সতর্কীকরণ: উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি মেনে চলতে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।