ABP Ananda

ফের ছোটপর্দায় 'কৃষ্ণকলি' জুটি, ফিরছেন নীল ভট্টাচার্য্য ও তিয়াসা রায়।

ABP Ananda

ধারাবাহিকে তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সম্পূর্ণা লাহিড়িও।

ABP Ananda

এই গল্প কাটোয়ার এক গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকার, নাম ইন্দিরা।

অন্যদিকে নীলের চরিত্রের নাম হবে বিক্রম। সে একটি ইংরাজি মিডিয়াম স্কুলের অন্যতম মাথা।

নীলের দিদি সুহানার ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়িকে, তিনিই ওই স্কুলের মাথা

'কৃষ্ণকলি' ধারাবাহিকে দর্শকদের নজর কেড়েছিল নীল ও তিয়াসার জুটি

দীর্ঘ সময় ধরে চলেছিল 'কৃষ্ণকলি'। তিয়াসা অভিনয় করেছিলেন এক গায়িকার ভূমিকায়।

সাংবাদিক সম্মেলনে একেবারে গল্পের চরিত্রের মতো পোশাকেই হাজির হয়েছিলেন নীল, তিয়াসা, সম্পূর্ণারা।

১২ ডিসেম্বর থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।