ইনস্টাগ্রামের সব ফিচারের মধ্যে বর্তমানে জনপ্রিয় রিলস। এই ইনস্টাগ্রাম রিলসেই যুক্ত হতে চলেছে নতুন ফিচার। তরুণ প্রজন্ম এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় ইনস্টাগ্রাম রিলস। আমআদমি থেকে তারকা, আজকাল সবাই মজেছেন ইনস্টাগ্রাম রিলসে। নিজেদের সৃজনশীল সত্ত্বা তুলে ধরার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এই ইনস্টাগ্রাম রিলস। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ মিনিটের কম মেয়াদের যেকোনও ভিডিও রিলস হিসেবে শেয়ার করা যাবে। খুব তাড়াতাড়িই এই নতুন ফিচার ইনস্টাগ্রামে চালু হবে বলেই জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এর সঙ্গে আরও বেশ কয়েকটি নতুন ফিচার ইনস্টাগ্রামে চালু হবে বলেও আভাস দিয়েছে সংস্থা। তবে ইনস্টাগ্রাম রিলস সংক্রান্ত নতুন ফিচার কবে চালু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। নতুন ঘোষণার পর আপাতত অপেক্ষায় রয়েছেন ইনস্টাগ্রাম প্রেমীরা।