দিন হোক কিংবা রাত, দাঁতের ব্যথা যেকোনও সময়ই মারাত্মক যন্ত্রণাদায়ক এই সময়ে বেশিরভাগ মানুষ চটজলদি আরাম পেতে পেনকিলারের ব্যবহার করেন প্রায় প্রত্যেক বাড়িতেই এমন একটি ঔষধি গাছ থাকে, সেই গাছের রসে নিমেষে কমে যেতে পারে দাঁতের ব্যথা প্রায় আমাদের সকলেরই বাড়িতে বা বাড়ির কাছেই পাওয়া যায় এই গাছ, তা হল আকন্দ গাছ যখন কোনও কিছুতেই আপনি দাঁতের ব্যথা কমাতে পারছেন না, তখন আকন্দ গাছের রস তুলোয় করে দাঁতের গোড়ায় ব্যবহার করুন ঔষধি গাছ হিসেবে আকন্দ গাছের জুড়ি মেলা ভার, নিমেষে ব্যথা কমে যাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু দাঁতের ব্যথা কমানোই নয়, আকন্দ গাছের রস আমাদের আরও অনেক উপকার করে যদি কোনও কারণে আপনার গোড়ালি মচকে যায়, তাহলে আকন্দ গাছের রস তুলোয় ভিজিয়ে মচকে যাওয়া জায়গায় লাগিয়ে দিন শরীরের কোনও ক্ষত জায়গায় যদি পুঁজ হয়ে থাকে, তাহলে আকন্দ গাছের পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে সেই জায়গাটি ধুয়ে দিন ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন