আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশামিয়ার, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য মাত্র ১১ বছর বয়সেই বড় ভাইকে হারান হিমেশ। সেই সময়ই বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে সঙ্গীতজগতে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন ১৬ বছর বয়স থেকেই সঙ্গীত পরিচালনা শুরু করেন, ছোট পর্দার একাধিক শো প্রযোজনাও করেছেন তিনি যখন তাঁর ২১ বছর বয়স, তখনই তিনি প্রেমিকা কোমলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যদিও হিমেশ রেশমিয়ার সেই সম্পর্ক ভেঙে যায় ২২ বছর পর, ২২ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তিনি এবং কোমল ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ের পিঁড়িতে বসেন তিনি, অভিনেত্রী সোনিয়া কপূরের সঙ্গে ফের নতুন জীবন শুরু করেন এক বছরে ৩৬টি হিট গানে সুর দিয়ে রেকর্ড গড়েন হিমেশ বলিউডে কাজ শুরু করেন খুব কম বয়স থেকেই মিকা সিংহকে বলিউডে প্রথম কাজের সুযোগ দিয়েছিলেন হিমেশ, যদিও সেই গান কোনও অজ্ঞাতকারণবশত মুক্তি পায়নি শুধু গান গাওয়া কিংবা সঙ্গীত পরিচালনাই নয়, অভিনয়ও করেছেন, 'আপ কা সুরুর' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় তাঁর বহু হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ। গেয়েছেন নিজেও, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা