ফের বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা।

ABP Ananda

১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় রেখেছিল সরকার। এবার বিনামূল্য আধার কার্ড আপডেটের সময় আরও বাড়াল UIDAI।

ABP Ananda

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছে।

ABP Ananda

এখন আর তিন মাস আধার আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না।

এর শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩, যা ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ABP Ananda

UIDAI জানিয়েছে, নাগরিকদের অত্যধিক সাড়ায় বিনামূল্যে আধার আপডেট করার তারিখ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ABP Ananda

এখন ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত, MyAadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করা যাবে।

ABP Ananda

আধার প্রদানকারী সংস্থা UIDAI ইতিমধ্যেই সব আধার কার্ড ব্যবহারকারীদের সতর্ক করেছে।

১০ বছরেরও বেশি সময় ধরে যাদের আধার আপডেট হয়নি তাদের অবিলম্বে এই কার্ড আপডেট করতে বলেছে সংস্থা। এতে কোনও চার্জ লাগবে না।

ABP Ananda