রাজধানীতে শুরু হল স্বাধীনতা দিবস উদযাপন শুক্রবার সকালে জগদীপ ধনকড় দিল্লির প্রগতি ময়দান থেকে 'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালিতে অংশগ্রহণ করে পতাকা প্রদর্শন করেন। এদিন পীযূষ গোয়েলসহ কেন্দ্রীয় মন্ত্রীরাও এই সমাবেশে অংশ নেন। গত বছর ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনে শুরু হয়েছিল ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ দিয়ে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযানটি শুরু করেন। এই বছর ৭৬ তম স্বাধীনতা দিবসের আগেও রাজধানীতে একটি বাইক র্যালির মাধ্যমে প্রচারটি আবার শুরু হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিংহ মেঘওয়ালের আবেদন, প্রত্যেক দেশবাসীর ১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারিতে নিজেদের বাড়িতে তিরঙ্গা লাগানো উচিত। তাঁর কথায়, 'চলতি বছরের ১৫ অগাস্ট আজাদি কা মহোৎসব উৎযাপন শেষ হচ্ছে, তাই মুহূর্তটাকে বিশেষ বানানো সকলের দায়িত্ব।' 'হর ঘর তেরঙ্গা' গত বছর এক অভাবনীয় সাফল্য পেয়েছিল। প্রত্যেক দেশবাসীকে তাঁদের বাড়িতে তিরঙ্গা টাঙানোর আর্জি জানানো হয়েছে।